বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯ ০০:০০ টা
রমজানের শুরুতেই অস্থির বাজার

বরিশালে বেড়েছে সব পণ্যের দাম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বেড়েছে সব পণ্যের দাম

বরিশালের বাজারে আদা, রসুন, ডাল, আলু, মাছ, গরুর মাংস, শসা, টমেটো, চিচিংগাসহ বেশকিছু সবজি এবং ফলের দাম বেড়েছে। সপ্তাহের ব্যবধানে বিভিন্ন মাছের দাম কেজিপ্রতি ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। গরুর মাংস প্রতি কেজিতে দাম বেড়েছে ২০ টাকা। ১১০ টাকা কেজি দরের রসুন এখন ১৪০ টাকা, ১২০ টাকা কেজির আদা ১৬০ টাকা, ৯০ টাকা কেজির ডাল ৯৫ টাকা, ১৬ টাকার আলু ১৮ টাকা, ৩০ টাকার বেগুন প্রতি কেজি ৬০ টাকা, ৩০ টাকার টমেটো ৪০ টাকা, ৩৫ টাকা কেজির রেখা ৪০ টাকা, ৫০ টাকার কেজি দরের করল্লা ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে চিংড়ি ও ইলিশ  মাছের দাম প্রতি কেজিতে ২০০ টাকা বেড়েছে। অন্যান্য মাছের দাম প্রতি কেজিতে ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে। রমজানের আগে স্থিতিশীল ফলের বাজারও ঊর্ধ্বমূখী। সব ধরনের ফলে ২০ থেকে ৫০ টাকা বেড়েছে প্রতি কেজিতে। এদিকে নিত্যপণ্যের মূল্য সহনশীল রাখতে গতকাল সকালে নগরীতে দুটি পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জেলা প্রশাসন পণ্যমূল্য সহনশীল রাখতে কাজ করছে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী।

সর্বশেষ খবর