বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯ ০০:০০ টা
রমজানের শুরুতেই অস্থির বাজার

চট্টগ্রামে রসুন আদার দামে আগুন

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রামে রসুন আদার দামে আগুন

রমজানকে কেন্দ্র করে চট্টগ্রামে পিয়াজের দাম স্থির রয়েছে। বিভিন্ন ধরনের পিয়াজ সরবরাহও রয়েছে পর্যাপ্ত। ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার হচ্ছে চট্টগ্রামের ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র খাতুনগঞ্জ। এ খাতুনগঞ্জ থেকেই বিভিন্ন স্থানে মালামাল সরবরাহ করা হয় নিয়মিত। এখানে ভারত থেকে আমদানি করা বিভিন্ন ধরনের পিয়াজ বিক্রি হচ্ছে (মান ও জাত ভেদে) খুচরা ১৫-২০ টাকায়। এতে চীনা রসুনের দাম ৫ টাকা বেড়ে ১১০ টাকায় এবং আদা বিক্রি হচ্ছে ৭০ টাকায়। বর্তমানে বাজার মনিটরিং সেলও গঠন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এতে বাজার দরসহ নানাবিধ ঘটনা প্রতিনিয়ত দেখভাল করার জন্য বিভিন্ন স্পটে জেলা প্রশাসনের দায়িত্বশীল নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন বলে জানান সংশ্লিষ্টরা। পেঁয়াজের বড় আড়ত খাতুনগঞ্জের হামিদুল্লাহ মার্কেটের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বলেন, পেঁয়াজের দাম স্থির হয়ে আছে। পেঁয়াজের সরবরাহও পর্যাপ্ত। দেশি পেঁয়াজের ঝাঁজ বেশি হলেও খাতুনগঞ্জে খুব বেশি চাহিদা নেই। চাহিদা রয়েছে ভারতের পেঁয়াজের।

আল্লাহর দান স্টোরের মালিক মো. জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধের সময় আমদানি করা রসুন ও আদার দাম কিছুটা বেড়ে যায় পাইকারিতে। এখন পণ্য খালাস স্বাভাবিক হওয়ায় আদার দাম স্থির হয়েছে ৮০ টাকা।

সর্বশেষ খবর