বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯ ০০:০০ টা
রংপুরে টিসিবির পণ্য

ক্রেতারা আগ্রহী ডিলার অনাগ্রহী

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রমজান উপলক্ষে রংপুর নগরের সাতটি স্থানে ট্রাকে করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু হয়েছে। তবে গ্রাহকদের চাহিদা থাকলেও ডিলারদের অনাগ্রহের কারণে জেলার সব স্থানে ভোক্তাপর্যায়ে পণ্য বিক্রি এখনো পুরোদমে শুরু হয়নি।

টিসিবি রংপুর আঞ্চলিক কর্মকর্তা সুজাউদ্দৌলা বলেন, সাতটি স্থানে ট্রাকে করে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে। অন্যদিকে জেলার ১৩৬ জন ডিলারের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করার কথা থাকলেও অধিকাংশ ডিলার এখনো পণ্য উত্তোলন করেননি। গতকাল পর্যন্ত ৫০ জন ডিলার পণ্য উত্তোলন করেছেন। সব ডিলারকে পণ্য উত্তোলন করার আহ্বান জানানো হয়েছে। টিসিবির রংপুর আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, রমজান উপলক্ষে গত ২৩ এপ্রিল থেকে টিসিবির পণ্য রংপুর শহরে প্রতিদিন সাতটি স্থানে ট্রাকে করে সকাল ১০টা থেকে বিক্রি হচ্ছে। এতে প্রতি কেজি চিনি ৪৭ টাকা, ছোলা ৬০ ও মসুর ডাল ৪৪ টাকা করে এবং সয়াবিন তেল প্রতি লিটার ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। শুক্রবার ছাড়া সপ্তাহের ছয় দিন এসব পণ্য বিক্রি করা হবে। এতে একজন ডিলার প্রতি কেজি বা লিটারে সাড়ে তিন টাকা হারে কমিশন পাবেন। প্রতিটি ট্রাকে ৫০০ কেজি চিনি, ৩০০ কেজি মসুরডাল, ৪০০ কেজি ছোলা ও ৫০০ লিটার সয়াবিন তেল সরবরাহ করা হচ্ছে।

সর্বশেষ খবর