বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯ ০০:০০ টা

ভাঙনকবলিত স্থানে শুধু নজরদারি নয় জনবলও বাড়ানো হয়েছে : শামীম

নিজস্ব প্রতিবেদক

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, দেশের নদীভাঙনকবলিত স্থানে শুধু নজরদারি বাড়ানো হয়নি, জনবলও বাড়ানো হয়েছে। কিছু ভাঙন রয়েছে প্রাকৃতিক, সেগুলোর ব্যাপারে তেমন কিছু করণীয় নেই। তবে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই চেষ্টা করা হচ্ছে। গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এসব কথা বলেন তিনি। বৈঠকের কার্যপত্র থেকে এসব তথ্য জানা গেছে। কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে জাতীয়          সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, কমিটির সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, সামশুল হক চৌধুরী, মো. ফরিদুল হক খান, নুরুন্নবী চৌধুরী ও রুশেমা বেগম। এছাড়া বৈঠকে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, পানিসম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর