বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯ ০০:০০ টা

সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ

-------------------------- রিজভী

নিজস্ব প্রতিবেদক

দুষ্টচক্রের সিন্ডিকেটের কাছে সরকার জিম্মি থাকায় বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বলে অভিযোগ করেছে বিএনপি। গতকাল সকালে এক সংবাদ সম্মেলনে রমজানের বাজার পরিস্থিতিতে জনজীবনের দুর্বিষহ অবস্থা তুলে ধরতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘সাধারণ মানুষের প্রতি সরকারের কোনো দায় নেই। তারা (সরকার) জিম্মি অসাধু সিন্ডিকেটের কাছে। বাজারের দুষ্ট চক্র সিন্ডিকেট এখন বাজার নিয়ন্ত্রণ করছে। সরকার তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না। বাজারের নিয়ন্ত্রকরাই এখন সরকারকে নিয়ন্ত্রণ করছে। গণতন্ত্র ধরাছোঁয়ার বাইরে, জনগণের ভোটের অধিকারের পর তারা এখন ভাতের ও ন্যায় বিচারের অধিকার কেড়ে নিতে তৎপর।’ গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপিকা শাহিদা রফিক, আবুল খায়ের ভুঁইয়া, কেন্দ্রীয় নেতা মুনির হোসেন, মাহবুবুল হক নান্নু, খান রবিউল ইসলাম রবি ও শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন উপস্থিত ছিলেন। দলীয় জোট থেকে বিজেপির বেরিয়ে যাওয়াকে ‘মান-অভিমান’ অভিহিত করে ‘অচিরেই’ তার অবসান ঘটবে বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘চলমান রাজনীতির একটা দুঃসময় চলছে, এই দুঃসময়ে জোটের অন্তর্ভুক্ত অনেকের মধ্যে মান-অভিমান থাকতে পারে। সেটার নিরসন হয়ে যাবে। বিশেষ করে বড় দল বিএনপির নেতারা এবং জোটের আরও যারা নেতৃবৃন্দ রয়েছেন সবার পদক্ষেপে এগুলো থাকবে না।

২০-দলীয় জোট আমরা ঐক্যবদ্ধভাবে বিভিন্ন পর্যায়ে যে কর্মসূচি করে যাচ্ছি সেটা অব্যাহত থাকবে- এ ব্যাপারে আপনারা নিঃসন্দেহ থাকতে পারেন।’

২০-দলীয় জোটের ঐক্য সুদৃঢ় দাবি করে রিজভী বলেন, ‘সরকারের নানা ধরনের খেলা-ধুলা থাকতে পারে। যারা দীর্ঘ দিন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, কাঁধে কাঁধ মিলিয়ে মিছিল করেছেন তাদের মধ্যে ভাঙন আসবে না। যত নিষ্ঠুর নির্বাচন হবে ততই ঐক্য আরও অটুট হবে, আরও মজবুত হবে।’

 

সর্বশেষ খবর