শুক্রবার, ১০ মে, ২০১৯ ০০:০০ টা

শেষ ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ভোট ১৮ জুন

নিজস্ব প্রতিবেদক

উপজেলা পরিষদের শেষ ধাপের ভোটগ্রহণ হবে আগামী ১৮ জুন। গতকাল এ ধাপের নির্বাচনের তফসিল প্রজ্ঞাপন আকারে জারি করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী- ১৬ উপজেলায় ২১ মে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ উপজেলায় ১৮ জুন ভোট হবে।  ইসির উপ-সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২১ মে, মনোনয়নপত্র বাছাই ২৩ মে, প্রার্থিতা  প্রত্যাহারের শেষ সময় ৩০ মে ও ভোট ১৮ জুন। ইতিমধ্যে চার ধাপে ১০ মার্চ, ১৮ মার্চ, ২৪ মার্চ ও ৩১ মার্চ দেশের প্রায় সাড়ে ৪শ উপজেলায় ভোট হয়। শেষ ধাপে যেসব উপজেলায় ভোট হবে- শেরপুরের নকলা, নাটোরের নলডাঙ্গা, সিরাজগঞ্জের কামারখন্দ, গাইবান্ধার সুন্দরগঞ্জ, পটুয়াখালীর রাংগাবালী, বরগুনার তালতলী, গাজীপুরের গাজীপুর সদর, রাজবাড়ীর কালুখালী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর ও বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর উপজেলা।

সর্বশেষ খবর