শুক্রবার, ১০ মে, ২০১৯ ০০:০০ টা

রাষ্ট্রপতির তিন বিলে সম্মতি

নিজস্ব প্রতিবেদক

বীমা করপোরেশন বিলসহ একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে পাস হওয়া তিনটি বিলে সম্মতি স্বাক্ষর দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তার স্বাক্ষরের মধ্য দিয়ে বিলগুলো আইনে পরিণত হলো। অপর বিলগুলো হচ্ছে- উদ্ভিদের জাত সংরক্ষণ বিল-২০১৯, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ বিল-২০১৯।

সংসদের গণসংযোগ বিভাগ   জানায়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল তিনটি বিলে    স্বাক্ষর দিয়েছেন। ২৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চলা একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ৫ কার্যদিবসে ওই তিনটি বিল পাস হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর