শিরোনাম
শনিবার, ১১ মে, ২০১৯ ০০:০০ টা

আওয়ামী লীগের প্রচার উপকমিটির ইফতার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক ও কলামিস্টদের সম্মানে ইফতার মাহফিল করেছে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি। গতকাল রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী লাউঞ্জে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং সাংবাদিকদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। আওয়ামী লীগের উপ-প্রচার কমিটির চেয়ারম্যান এইচ টি ইমাম, প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও উপ-প্রচার সম্পাদক আমিনুল              ইসলাম টেবিলে টেবিলে ঘুরে অতিথিদের সঙ্গে কুশলবিনিময় করেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, কেন্দ্রীয় সদস্য এ বি এম রিয়াজুল কবীর কাওসার, মারুফা আক্তার পপিসহ প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্যরা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে শিক্ষাবিদ, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, প্রধান নির্বাহী, জ্যেষ্ঠ সাংবাদিক এবং কলামিস্টরা যোগ দেন। তাদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গোলাম রহমান, আবদুল মান্নান, সিনিয়র সাংবাদিক আবেদ খান, তথ্য সচিব আবদুল মালেক, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাংবাদিক নেতা শফিকুর রহমান এমপি, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু, সংবাদ সম্পাদক আলতামাস কবির, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান, আমাদের নতুন সময় সম্পাদক নাঈমুল ইসলাম খান, আমাদের অর্থনীতির সম্পাদক নাসিমা খান মন্টি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, সময়ের আলোর সম্পাদক রফিকুল ইসলাম রতন। মিডিয়া ব্যক্তিত্বের মধ্যে অংশ নেন হাসান ইমাম, স্বাধীন বাংলা বেতার শিল্পী রফিকুল আলম, চিত্রনায়ক ফেরদৌস, জেনিফার, মীম, সুইটি, রোকেয়া প্রাচী, জাহিদ হাসান, সায়মনসহ আরও অনেকে।

সর্বশেষ খবর