বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯ ০০:০০ টা

পাটকল শ্রমিকদের ধর্মঘট অবরোধ চলছেই

নিজস্ব প্রতিবেদক, খুলনা ও রাজশাহী

পাটকল শ্রমিকদের ধর্মঘট অবরোধ চলছেই

তৃতীয় দিনের মতো গতকালও সড়ক অবরোধ করে রাজশাহীর পাটকল শ্রমিকরা -বাংলাদেশ প্রতিদিন

খুলনায় বকেয়া মজুরি পরিশোধসহ ৯ দফা দাবিতে গতকালও নগরীর নতুন রাস্তা মোড়ে রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। ওই জায়গায় তারা আসরের নামাজ, ইফতারসহ মাগরিবের নামাজ আদায় করেন। কর্মসূচি অনুযায়ী টানা দশম দিনের মতো খুলনার পাটকলগুলোর উৎপাদন বন্ধ ছিল। এদিকে পাটকল শ্রমিকদের আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে তাদের সমর্থনে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে খুলনার কয়েকটি নাগরিক সংগঠন। পাটকল শ্রমিকদের সব বকেয়া পাওনা পরিশোধের দাবিতে আগামী ১৮ মে সকাল সাড়ে ১০টায় নগরীতে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করবে তারা। আগামী সপ্তাহে শ্রমিকদের সঙ্গে সংহতি প্রকাশ করে নতুন রাস্তা মোড়ে সড়ক অবরোধ ও ইফতারে অংশ নেবেন সংগঠনগুলোর নেতা-কর্মীরা। গতকাল সকালে প্লাটিনাম জুট মিলের সামনে নাগরিক সংগঠনগুলোর এক যৌথ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজশাহীতে পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ : ৯ দফা দাবিতে সোমবার থেকে শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে রাজশাহী জুটমিলে। এরই অংশ হিসেবে গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন পাটকল শ্রমিকরা। রাজশাহী পাটকল শ্রমিক ইউনিয়নের সভাপতি জিল্লুর রহমান বলেন, নয় দফা দাবিতে তারা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছেন। কিন্তু তাদের দাবি মেনে নেওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যে কারণে সোমবার থেকে তারা দেশব্যাপী অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন।

সর্বশেষ খবর