শনিবার, ১৮ মে, ২০১৯ ০০:০০ টা

অপরাধ না করেও ৯৬ শিশু কারাবন্দী

এদের বয়স চার মাস থেকে সাড়ে চার বছর

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

এ বয়সে থাকার কথা পরিবারের আদর-যতেœ। খেলাধুলায় মাতিয়ে রাখার কথা পুরো বাড়ি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ঠিক উল্টো ফল জুটেছে তাদের কপালে। কোনো অপরাধ না করেও দিন কাটছে চার দেয়ালের ভিতর। শুধুমাত্র মায়ের অপরাধে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ভিতরেই বেড়ে উঠছে ৯৬ শিশু। যাদের ডাকা হয় ‘কারা শিশু’ হিসেবে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন বলেন, ‘কারাগারে মায়ের সঙ্গে বন্দী শিশুদের মৌলিক   অধিকার যাতে ক্ষুণ্ন না হয় সেই দিকে নজর রাখা হয়। কারাগারে তাদের জন্য রাখা হয়েছে ডে কেয়ার সেন্টার। রয়েছে খেলাধুলা ও লেখাপড়ার সুব্যবস্থা।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বন্দী শিশুদের মধ্যে অনেকেই কারাগারেই জন্ম হয়েছে। এখানে পাঁচ বছর পর্যন্ত রাখা হয়। এরপর সমাজসেবা অধিদফতর কিংবা নিকটজনের জিম্মায় দেওয়া হয় শিশুদের।’ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নারী বন্দীদের সঙ্গে রয়েছেন ৯৬ শিশু। তাদের মধ্যে ৪২ ছেলে এবং ৫৪ জন মেয়ে সন্তান। এদের বয়স চার মাস থেকে সাড়ে চার বছর। এদের কারও কারও জন্ম হয়েছে কারাগারেই।

তারা কোনো অপরাধ না করলেও মা অভিযুক্ত হওয়ায়, তারা মায়ের সঙ্গে কারাবন্দী। কারাগারে আটক হওয়া ‘অপরাধী মা’দের বেশির ভাগই মাদক, হত্যা, নারী ও শিশু নির্যাতন মামলার আসামি। 

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলার নাসির আহমেদ বলেন, ‘কারাগারে বন্দী দুর্ধর্ষ অপরাধীদের সংস্পর্শে এসে যাতে এসব কিছুর মধ্যে অপরাধের বীজ বপন না হয় সে দিকে বিশেষ নজরদারি রাখা হয়। এসব শিশু কারাগারে বড় হলেও আদর্শ মানুষের বুনিয়াদ দিতে কারা কর্তৃপক্ষ সদা সজাগ থাকে।’

বেসরকারি কারা পরিদর্শক অ্যাডভোকেট জিনাত সোহানা বলেন, ‘যখনই কারাগারে পরিদর্শনে যাই, তখন কারাবন্দী এসব শিশুর মৌলিক অধিকারের বিষয়ে সচেতন থাকি। এসব শিশুর যাতে মৌলিক অধিকার   ক্ষুণœ না হয় সেদিকে নজর রাখতে কারা কর্তৃপক্ষের   কাছে অনুরোধ করি।’              

 

সর্বশেষ খবর