শিরোনাম
শনিবার, ১৮ মে, ২০১৯ ০০:০০ টা

বগুড়ায় বিএনপি অফিসে ফের বিক্ষুব্ধদের তালা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

নবগঠিত আহ্বায়ক কমিটির মতবিনিময় সভার পর গতকাল বিকালে বিক্ষুব্ধরা আবারও বগুড়া জেলা বিএনপি অফিসে তালা লাগিয়ে দিয়েছেন। তারা অফিসের সামনে আগুনও জ্বালিয়ে রাখেন।

এ নিয়ে তৃতীয় দফায় তালা ও আগুন জ্বালানোর ঘটনা করল। এর আগে বৃহস্পতিবার ও বুধবার অগ্নিসংযোগ এবং তালা লাগানো হয়েছিল। এর আগে হট্টগোলের মধ্যে নবগঠিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা হয়। এতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, আমরা বিশ্বাস করি বিএনপি ঐক্যবদ্ধ। কোনো গ্রুপিং নেই। মনে রাখতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরার যে আন্দোলন তাতে গতি বাড়াতে হবে। বেগম খালেদা জিয়ার কারামুক্তি আন্দোলন হবে প্রধান কর্মসূচি। কারামুক্তির জন্য আপস নয়, দরকার সংগ্রাম-আন্দোলন। আর এই আন্দোলন ও সংগ্রামের সূচনা করতে হবে বগুড়া থেকেই। গণমাধ্যম না থাকলে বিএনপি বাঁচত না। গণমাধ্যম আমাদের প্রধান বন্ধু। সভায় আরও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, ফজলুল বারি তালুকদার বেলাল, হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট মাহবুবর রহমান প্রমুখ।

 

সর্বশেষ খবর