বুধবার, ২২ মে, ২০১৯ ০০:০০ টা
গোপালভোগ পাড়া শুরু

এবার রপ্তানিযোগ্য আম উৎপাদন হবে ১০০ টন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

এবার রপ্তানিযোগ্য আম উৎপাদন হবে ১০০ টন

রাজশাহীর আমের খ্যাতি বিশ্বজুড়ে। দেশের চাহিদা মিটিয়ে কয়েক বছর ধরেই ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছে। এ বছরও রাজশাহীতে বিদেশে রপ্তানিযোগ্য আমের উৎপাদন হবে প্রায় ১০০ মেট্রিক টন। এর মধ্যে অন্তত ৫০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করতে চায় কৃষি বিভাগ। এদিকে গতকাল থেকে গোপালভোগ আম নামানো শুরু হয়েছে। রপ্তানি করতে  জেলায় এখন প্রায় ৫০ হাজার পিস আম উন্নত প্রযুক্তিতে ‘ফ্রুট ব্যাগিং’ করা হচ্ছে। এর বাইরেও ভালো জাতের কিছু আম উৎপাদন করা হচ্ছে বিদেশে রপ্তানির উপযোগী করে। গত বছর নানা জটিলতায় ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে চাষ করা আমের রপ্তানি কমে যায়। তবে এবার চাষি ও কৃষি কর্মকর্তারা আশাবাদী। তাই এই মুহূর্তে রাজশাহী মহানগরী ও জেলার বাঘা উপজেলায় ফ্রুট ব্যাগিং করা হচ্ছে।

সর্বশেষ খবর