বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯ ০০:০০ টা

যথাযথভাবে কর আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে : মেয়র সাদিক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নগর ভবনে গতকাল দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, তিনি নতুন করে কোনো হোল্ডিং ট্যাক্স বাড়াননি। ২০১৬ সালে তৎকালীন পরিষদ যে ট্যাক্স নির্ধারণ করেছিল, তাও আদায় হচ্ছিল না। নানাভাবে করপোরেশনকে ঠকানো হচ্ছিল।

এর ওপর আবার ২০১৮ সালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে নতুন হোল্ডিং ট্যাক্স আদায়ের নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী ট্যাক্স আদায় হলে জনগণের ওপর অনেক বড় চাপ পড়বে। তাই তিনি আগের ধার্য হোল্ডিং ট্যাক্স আদায়ে গুরুত্ব দেন। এর পরও কারও কোনো আপত্তি থাকলে বিষয়টি তিনি মানবিক দৃষ্টিতে দেখবেন বলে জানান।

একটি মহল ট্যাক্স বাড়ানোর গুজব ছড়িয়ে নগর ভবনের সুনাম ক্ষুণ্নের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন মেয়র সাদিক আবদুল্লাহ।

মেয়র বলেন, জনগণের টাকায় নগর ভবন পরিচালিত হয়। রাস্তাঘাট, ড্রেনেজ, ফুটপাথ নির্মাণ, সড়কবাতি স্থাপন, বর্জ্য অপসারণ, পানির লাইন সম্প্রসারণ- সবকিছুই হয় জনগণের টাকায়। জনগণ ট্যাক্স না দিলে নগর ভবন সেবা দেবে কীভাবে? তাই তিনি সবাইকে ধার্য হোল্ডিং ট্যাক্স পরিশোধের অনুরোধ করেন।

সর্বশেষ খবর