বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯ ০০:০০ টা
ময়নাতদন্ত প্রতিবেদনে অসঙ্গতি

পটুয়াখালীর সিভিল সার্জনের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

নারী ও শিশু নির্যাতন আইনের এক মামলার ময়নাতদন্ত প্রতিবেদনে স্ববিরোধী তথ্য থাকার বিষয়ে অনুসন্ধান করে পটুয়াখালীর সিভিল সার্জনসহ চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। গতকাল বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। পটুয়াখালীর রাঙাবালীতে ধর্ষণের পর সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে হত্যার ঘটনায় ২০১৮ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়। ওই বছরের ২৫ অক্টোবর নিহত শিক্ষার্থীর ময়নাতদন্ত করে পটুয়াখালীর সিভিল সার্জনের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড। ওই মামলার আসামি দানেশ চৌকিদার হাই কোর্টে জামিন আবেদন করেন। তার জামিন আবেদনের শুনানির সময় দেখা যায় মেডিকেল সার্টিফিকেটে কন্ট্রাডিকটরি স্ববিরোধী তথ্য রয়েছে। এ কারণে গত ৭ মে হাই কোর্ট ব্যাখ্যা দিতে পটুয়াখালীর সিভিল সার্জনকে ২২ মে তলব করে। এ তলবাদেশ অনুসারে গতকাল হাই কোর্টে হাজির হয়ে পটুয়াখালীর সিভিল সার্জন নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। শুনানি শেষে হাইকোর্ট দানেশ চৌকিদারের জামিন আবেদন খারিজ করে আদেশ দেয়। আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী তুষার বণিক। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ। পরে ইউসুফ মাহমুদ মোর্শেদ বলেন, ওই ঘটনার ময়নাতদন্ত প্রতিবেদনের বর্ণনায় চারটি ইনজুরির উল্লেখ আছে। অথচ মন্তব্য অংশে শ্বাসরোধ করে হত্যার কথা বলা হয়েছে।

এটাকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এ ধরনের কন্ট্রাডিকটরি তথ্য থাকায় পটুয়াখালীর সিভিল সার্জনসহ ময়না তদন্তকারী চিকিৎসা বোর্ডের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান করে বিভাগীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এ ছাড়া আসামির জামিন আবেদন খারিজ করেছে।

সর্বশেষ খবর