বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯ ০০:০০ টা

মহাসড়কে চাঁদাবাজি হয়রানিতে সংসদীয় কমিটির ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

ঈদ এলেই মহাসড়কে চাঁদাবাজি, যাত্রীভাড়া ও যাত্রী হয়রানি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদীয় কমিটির সদস্যরা। একই সঙ্গে, শিশু ধর্ষণ ও নারী নির্যাতন বেড়ে যাওয়া, মোবাইল পর্নোগ্রাফি বিস্তার এবং ৫৭ ধারার অপপ্রয়োগে উদ্বেগ প্রকাশ করেন কমিটির সদস্যরা। কমিটি আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সুপারিশ করেছে। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ  আইন-শৃৃঙ্খলা বিঘ্নকারী যে  কোনো সম্ভাব্য অনাকাক্সিক্ষত ঘটনার তথ্যকে দ্রুত যাচাই করে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সদস্যদের মতামতের প্রেক্ষিতে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু। স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন, হাবিবর রহমান, ফরিদুল হক খান, পীর ফজলুর রহমান মিসবাহ এবং নূর মোহাম্মদ  বৈঠকে অংশ নেন।

সর্বশেষ খবর