শুক্রবার, ২৪ মে, ২০১৯ ০০:০০ টা

দ্বিতীয় গোমতী ও মেঘনা সেতুর উদ্বোধন কাল

কুমিল্লা প্রতিনিধি

আগামীকাল শুভ উদ্বোধন হতে যাচ্ছে দ্বিতীয় গোমতী ও মেঘনা সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতু দুটির উদ্বোধন করবেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই সেতু দুটি খুলে দিলে  দেশের পূর্বাঞ্চলের মানুষের এবার ঈদযাত্রা অনেক সহজ হবে। কুমিল্লা-ঢাকা রুটের একটি যাত্রীবাহী বাসের চালক কামাল হোসেন বলেন,‘নতুন দুটি সেতু চালু হলে মহাসড়কে যানজটের তীব্রতা কমবে। এতে অতি অল্প সমেয় যাত্রীরা পৌঁছতে পারবে নির্দিষ্ট গন্তব্যে।’

সেতু দুটির প্রকল্প পরিচালক আবুল সালেহ মো. নুরুজ্জামান বলেন, ২৫ মে প্রধানমন্ত্রী সেতু দুটি উদ্বোধন করবেন। কাজ নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়েছে। দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা এবং দ্বিতীয়  মেঘনা-গোমতী সেতু নির্মাণ এবং পুরনো তিনটি সেতুর সংস্কারসহ প্রকল্প বাস্তবায়নে চুক্তি হয়েছিল প্রায় ছয় হাজার কোটি টাকা। প্রায় সাত মাস আগে এই নতুন তিনটি সেতুর নির্মাণ কাজ শেষ হয়ে যাওয়ার কারণে ৭০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে।

 এটি সম্ভব হয়েছে সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মনিটরিং এবং জাপানের আধুনিক প্রযুক্তির ব্যবহার ও তাদের কর্মদক্ষতায়।

সর্বশেষ খবর