শুক্রবার, ২৪ মে, ২০১৯ ০০:০০ টা
বগুড়া ৬ উপনির্বাচন

মনোনয়নপত্র দাখিল ১০ জনের

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

২৪ জুন অনুষ্ঠেয় বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গতকাল বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির প্রার্থীসহ ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক টি জামান নিকেতা, জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান ও রেজাউল করিম বাদশা, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ওমর, বাংলাদেশ কংগ্রেসের জেলা সভাপতি মনসুর রহমান, মুসলিম লীগের মুফতি মাওলানা রফিকুল ইসলাম, স্বতন্ত্র মোটর শ্রমিক নেতা সৈয়দ কবির আহমেদ মিঠু, জাফর আলী ও মো. মিনহাজ । বেলা ১টার দিকে আওয়ামী লীগ প্রার্থী টি জামান নিকেতা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। বেলা ২টায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপি প্রার্থীরা।

 এ সময় দলের নেতৃবৃন্দের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ কে এম সাইফুল ইসলাম, ফজলুল বারী বেলাল, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, আলী আজগর হেনা, আহসানুল তৈয়ব জাকির, এ কে এম তৌহিদুল আলম মামুন, মীর শাহে আলম, ওমর ফারুক খান প্রমুখ। ২২ মে মনোনয়নপত্র জমা দেন সদর আসনের সাবেক এমপি জাপার নূরুল ইসলাম ওমর।

সর্বশেষ খবর