শুক্রবার, ২৪ মে, ২০১৯ ০০:০০ টা

খোদাভীরু লোকের শাসনের বিকল্প নেই : পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, বদরযুদ্ধ অন্যায় ও অসত্যের বিরুদ্ধে হকের লড়াই। বদর যুদ্ধের চেতনা থেকে শিক্ষা নিয়ে বর্তমান ভোটারহীন সরকারের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হতে হবে। দুর্নীতিমুক্ত দেশ গড়তে খোদাভীরু লোকের শাসনের বিকল্প নেই। কৃষিপ্রধান দেশে আজ কৃষকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। কৃষির এই অর্থনৈতিক সেক্টরের অস্তিত্ব আজ বিলীন হওয়ার পথে। এক শ্রেণির সিন্ডিকেটদের হাতে আজ এই সেক্টর জিম্মি হয়ে আছে। গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে রাজধানীর কাজী বশির মিলনায়তনে ‘ঐতিহাসিক বদরের চেতনা ও মুসলিম বিশ্ব’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মহিফিলে তিনি এ কথা বলেন। সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, আল্লামা নুরুল হুদা ফয়েজী,  অধ্যাপক এ টি এম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, আলহাজ আমিনুল ইসলাম, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম।

সর্বশেষ খবর