শনিবার, ২৫ মে, ২০১৯ ০০:০০ টা

৩ জুনের মধ্যে এবারের হজযাত্রী প্রতিস্থাপন

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের হজযাত্রী প্রতিস্থাপনের সময়সীমা বেঁধে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বলা হয়েছে, জাতীয় হজ ও ওমরাহ নীতির আলোকে একটি হজ এজেন্সি নিবন্ধিত মোট হজযাত্রীর সর্বোচ্চ শতকরা ৫ ভাগ (মাহরামসহ) হজযাত্রী প্রতিস্থাপনের সুবিধা পাবেন। ২৪ মে থেকে ৩ জুনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে সব হজ এজেন্সিকে অনুরোধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে- ১. হজ এজেন্সির নিজস্ব প্যাডে পরিচালক, হজ অফিস, আশকোনা, ঢাকা বরাবর সংশ্লিষ্ট এজেন্সিকে আবেদন করতে হবে এবং একই সঙ্গে অনলাইনে তথ্য ইনপুট করতে হবে। ২. আবেদনের সঙ্গে প্রতিস্থাপনযোগ্য হজযাত্রীর গুরুতর অসুস্থতা ও মৃত্যুজনিত কারণে হজ পালন করতে পারবেন না মর্মে উপযুক্ত চিকিৎসকের সনদ দাখিল করতে হবে।

সর্বশেষ খবর