শনিবার, ২৫ মে, ২০১৯ ০০:০০ টা

চড়া দামে বিক্রি হচ্ছে সব সবজি

নিজস্ব প্রতিবেদক

চড়া দামে বিক্রি হচ্ছে সব সবজি

রমজান আসার আগেই বেড়ে যাওয়া নিত্য প্রয়োজনীয় পণ্য চড়া দামেই বিক্রি হচ্ছে রাজধানীর বাজারগুলোতে। বেশিরভাগ সবজির দর ৪০ টাকার ওপরে। কোনো কোনো পণ্য ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। গতকাল রাজধানীর সাতারকুল, ভাটারা, গুলশান, মহাখালী, খিলক্ষেত, বনানী এলাকার বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। বাজারগুলোতে দেখা গেছে, পিয়াজ গত সপ্তাহের মতো খুচরা বাজারে ২৫-৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আর পাইকারিতে পিয়াজের পাল্লা (৫ কেজি) বিক্রি হচ্ছে ১১৫-১২০ টাকা। আগের মতোই কাঁচা মরিচ ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে বেগুন, টমেটো, পটোল, ঝিঙ্গা, ঢেঁড়স বরবটি, ধুন্দুল, শিম, কাঁচা পেঁপে চড়া দামেই বিক্রি হচ্ছে। বাজার ভেদে পেঁপে বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকা  কেজিতে।

 শসা বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা, বেগুনের দাম কমে ৪০-৫০ টাকা হয়েছে। পাকা টমেটো বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। পটোলের দাম ৩০-৪০ টাকা  কেজি। বরবটি পাওয়া যাচ্ছে ৪০-৫০ টাকা কেজির মধ্যে। করলা ৪০-৫০ টাকা। ধুন্দুল ৪০-৫০ টাকা, ঢেঁড়স ৩০-৪০ টাকা, কাঁকরোল ৪০-৫০ টাকা। ঝিঙ্গে ৪০-৫০ টাকা, শিম ৩০-৪০ টাকা কেজি, গাজর আগের সপ্তাহের মতোই ৪০-৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকার ওপরে। বিপরীতে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ৫-১০ টাকা এবং লাল লেয়ার মুরগির দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা পর্যন্ত। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৫৫-১৬০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৫০-১৫৫ টাকা। আর লাল লেয়ার বিক্রি হচ্ছে ২৩০-২৪০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ১৮০-১৯০ টাকা। গরুর মাংস বাজার ভেদে বিক্রি হচ্ছে ৫২৫-৫৫০ টাকা কেজি। আর খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৮৫০ টাকা কেজি। এদিকে কয়েক মাস ধরে চড়া দামে বিক্রি হওয়া মাছের দাম এখনো বেশ চড়া রয়েছে। তেলাপিয়া মাছ আগের মতো বিক্রি হচ্ছে ১৬০-১৮০ টাকা কেজি। পাঙ্গাশ বিক্রি হচ্ছে ১৫০-১৮০ টাকা কেজি। রুই ২৮০-৬০০, পাবদা ৬০০-৭০০, টেংরা ৫০০-৮০০, শিং ৫০০-৬০০ এবং চিতল মাছ বিক্রি হচ্ছে ৬০০-৮০০ টাকা কেজি।

সর্বশেষ খবর