রবিবার, ২৬ মে, ২০১৯ ০০:০০ টা

শুধু পথচারী সড়ক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

জনদুর্ভোগ লাঘবে শুধু পথচারীদের জন্য আলাদা সড়ক করতে যাচ্ছে রাজশাহী         সিটি করপোরেশন (রাসিক)। যানজট থেকে মুক্তির লক্ষ্যে ঈদের আগেই সেটি চালু হতে পারে। আর উদ্যোগটি রাসিকের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নিজস্ব বলে জানা গেছে। রাসিকের জনসংযোগ কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিশু জানান, নগরীর মণিচত্বর মসজিদ থেকে ভুবন মোহন পার্ক হয়ে বিস্কুট বিপণির মোড় পর্যন্ত পরীক্ষামূলকভাবে এই পথচারী সড়কটি হবে। প্রয়োজন বুঝে আগামীতে পর্যায়ক্রমে নগরীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকায় পায়ে হাঁটা সড়ক নির্মাণ করা হবে। রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল বলেন, নতুন সড়কে শুধু পথচারী পায়ে হেঁটে চলাচল করবেন। সেখানে চলবে না কোনো যানবাহন। নগরবাসীর অভিযোগ, মাত্রাতিরিক্ত ও অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার কারণে নগরীতে যানজট একটি বড় দুর্ভোগ। সেই সঙ্গে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা ফুটপাথের পাশাপাশি পাল্লা দিয়ে সড়ক দখলে ব্যস্ত। আর এসব অনিয়মের বেড়াজালে পিষ্ট নগরীর সাধারণ মানুষ। দখলদারদের দৌরাত্ম্যে নগরীর সড়ক বা ফুটপাথ দিয়ে পথচারীদের চলাচল অসম্ভব হয়ে পড়েছে।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর