রবিবার, ২৬ মে, ২০১৯ ০০:০০ টা

পাটকলে বিল স্লিপ বিলি

শ্রমিকদের কাজে যোগ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

অবশেষে ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বকেয়া বিল স্লিপ (মজুরি স্লিপ) দেওয়া হয়েছে। একই সঙ্গে মজুরি কমিশন বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল সকালে ক্রিসেন্ট, ইস্টার্ন, জেজেআই ও পিপলস্ পাটকলে শ্রমিকদের বিল স্লিপ দেওয়া হয়। আগামী ২-৩ দিনের মধ্যে বিল স্লিপের বিপরীতে মজুরি পরিশোধ করা হবে বলে জানা গেছে।

জানা যায়, খুলনা অঞ্চলের ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকলে শ্রমিকদের ৯ থেকে ১২ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। বকেয়া মজুরি পরিশোধের দাবিতে শ্রমিকরা টানা অবরোধ-ধর্মঘট               শুরু করলে গত ২১ মে খুলনা  জেলা প্রশাসন, বিজেএমসি ও শ্রমিক নেতাদের ত্রিপক্ষীয় বৈঠক হয়। ওই বৈঠকে দুই সপ্তাহের মজুরি দিতে বলা হয় বিজেএমসিকে। কিন্তু বৃহস্পতিবার নির্ধারিত দিনে মজুরি প্রদান না করায় কয়েকটি মিলের কর্মকর্তাদের অবরুদ্ধ করে শ্রমিকরা। পরে বিজেএমসির অনুমতি সাপেক্ষে পাটকল কর্মকর্তারা শ্রমিকদের বিল স্লিপ দেন। এর মধ্যে ক্রিসেন্ট জুটমিলে শ্রমিকদের ১০ সপ্তাহের বকেয়ার বিপরীতে ১০টি বিল স্লিপ দেওয়া হয়েছে। এ ছাড়া জেজেআই জুটমিলে ১০টি, পিপলস্ জুটমিলে ৩টি ও ইস্টার্ন জুটমিলে ১০টি বিল স্লিপ দেওয়া হয়েছে। পাটকল শ্রমিক লীগের খুলনা-যশোর আঞ্চলিক কমিটির আহ্বায়ক মো. মুরাদ হোসেন বলেন, মিলে মিলে শ্রমিকদের বিল স্লিপ দেওয়া হচ্ছে। শ্রমিকরা তাদের প্রকৃত বকেয়ার পরিমাণ জানতে পারছেন। পাশাপাশি মজুরি কমিশন বাস্তবায়নের প্রক্রিয়াও শুরু হয়েছে। শনিবার সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। আগামী ২-৩ দিনের মধ্যে বকেয়া মজুরি দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে। বিজেএমসির আঞ্চলিক সমন্বয়কারী মো. সাজ্জাদ হোসেন জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মজুরি স্লিপ মিলগুলোতে দেওয়া হয়েছে। একই সঙ্গে শ্রমিকদের প্রকৃত বকেয়া হিসাব করা হয়েছে। সরকার শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পরিশোধ করবে।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর