রবিবার, ২৬ মে, ২০১৯ ০০:০০ টা

বরিশালে থ্রিডি জেব্রা ক্রসিং

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীতে দেশের প্রথম আধুনিক প্রযুক্তির (থ্রিডি) জেব্রা ক্রসিং চালু করা হয়েছে। শুক্রবার রাতে চারুকলা শিল্পীদের সহযোগিতায় জিলা স্কুল মোড়ে এই থ্রিডি জেব্রা ক্রসিংয়ের উদ্বোধন করেন মেয়র সাদিক আবদুল্লাহ।

এ সময় মেয়র বলেন, বাংলাদেশের মধ্যে এই প্রথম বরিশাল নগরীর সড়কে থ্রিডি জেব্রা ক্রসিং করা হচ্ছে। ৫০ থেকে ১৫০ ফুট দূর থেকে চালকরা সহজেই জেব্রা ক্রসিং দেখতে পারবেন এবং থ্রিডি জেব্রা ক্রসিংকে সড়কে ৮-৯ ইঞ্চি উঁচু মনে হবে। এর ফলে তারা তাদের যানবাহনের           গতি কমাবেন। এতে করে স্কুল, কলেজগামী শিক্ষার্থী      ও পথচারীসহ সবাই সহজে চলাচল করতে পারবেন এবং দুর্ঘটনা থেকে    রক্ষা পাবেন।

 

সর্বশেষ খবর