রবিবার, ২৬ মে, ২০১৯ ০০:০০ টা

নেতাদের পকেট ভরে কৃষককে বঞ্চিত

-মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের পকেট ভারী করতে তাদেরকে ধান কেনার অনুমতি দিয়ে কৃষকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে সরকার। অন্যদিকে দেশে ধান উৎপাদন সম্পর্কে সরকার মিথ্যাচার করছে। সরকার বলছে, দেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। অথচ প্রতি বছর ২০ থেকে ৩০ লাখ মে. টন চাল আমদানি করছে। সারা দেশে কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের জন্য ১০ হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ দাবি করেন তিনি।

গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল সরকারের প্রতি এই অতিরিক্ত অর্থ বরাদ্দের দাবি জানান। এ ছাড়া বেসরকারি গুদাম ভাড়া করে ধানচাল সংগ্রহ ও কৃষিঋণ মওকুফসহ সরকারের কাছে ৯ দফা দাবি জানানো হয়। বিএনপি মহাসচিব বলেন, সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করে আসল সত্যকে আড়াল করছে। কৃষকরা তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য না পেয়ে অনেক স্থানে জমিতে আগুন দিয়ে এবং রাস্তায় ধান ফেলে দিয়ে ক্ষোভ প্রকাশ করছে। কৃষকদের দাবি, সরকার ন্যায্য মূল্যে চাষিদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করুক। আমরা তাদের এই দাবির সঙ্গে একমত। তিনি বলেন, সরকারের ভ্রান্তনীতির কারণেই কৃষকরা ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না। এজন্য ১০ হাজার কোটি টাকার অতিরিক্ত বরাদ্দ দাবি করছি। যা দিয়ে সরকার অতিরিক্ত প্রায় ৩৬ লাখ মেট্রিক টন ধান কৃষকের কাছ থেকে সংগ্রহ করতে পারে। মির্জা ফখরুল বলেন, কৃষকদের বর্তমানে যে দুরবস্থা চলছে, তা সরকারের ভুল নীতির প্রতিফলন। একদিকে বলা হচ্ছে যে, দেশ চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। আবার অন্যদিকে বিদেশ থেকে চাল আমদানি করা হচ্ছে। সরকারি সুবিধাভোগীদের সুবিধা দেওয়ার জন্যই এই আমদানি করা হয়েছে।

সর্বশেষ খবর