রবিবার, ২৬ মে, ২০১৯ ০০:০০ টা
ঢাবিতে প্রাক বাজেট আলোচনা

প্রতিষ্ঠানিক ও রাজনৈতিক দায়বদ্ধতার সমন্বয় প্রয়োজন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

‘বাজেট বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা দুর্নীতি, সক্ষম জনশক্তির অভাব ও দুর্বল ব্যবস্থাপনা। এই তিনটি বাধা দূর করতে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ জরুরি। প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক দায়বদ্ধতার সমন্বয় ঘটিয়ে বাজেট পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা প্রয়োজন।’ গতকাল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ২০১৯-২০ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে এ কথা বলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির পরিচালক অধ্যাপক ড. এম আবু ইউসুফ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি এই সেমিনারের আয়োজন করে। এতে উচ্চশিক্ষার মানোন্নয়নে জাতীয় বাজেটের স্বরূপ নিয়ে আলোচনা করেন দেশবরেণ্য অর্থনীতিবিদরা। সেমিনারে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

 অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম প্রমুখ।

সর্বশেষ খবর