রবিবার, ২৬ মে, ২০১৯ ০০:০০ টা

চার প্রতারক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শুক্রবার রাজধানীর মগবাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ফজলুর রহমান নাদিম, নজিবুল ইসলাম মিলন, জিয়াউদ্দিন আহমেদ ও অজিয়ার রহমান। এ সময় তাদের হেফাজত থেকে আত্মসাৎকৃত ৮ লাখ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান জানান, গ্রেফতার চারজন প্রতারণার উদ্দেশ্যে বাড্ডার প্রগতি সরণির র‌্যাংগস টাওয়ারের ১০ তলার একটি কক্ষ ভাড়া নেয়। এরপর তারা সেখানে রহমান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নামে একটি কোম্পানির ভুয়া অফিস খোলে। তাদের মধ্য থেকে কেউ গ্রুপের চেয়ারম্যান, এমডি, কেউবা ম্যানেজার ও বিদেশি বায়ার সাজে। এভাবেই তারা সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। এ ব্যাপারে গত ৪ মে এবং ২২ মে বাড্ডা থানায় পৃথক দুটি মামলা হয়। থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশও মামলার ছায়া তদন্ত শুরু করে। মামলা তদন্তকালে তথ্য-প্রযুক্তির সাহায্যে সংঘবদ্ধ প্রতারক চক্রটিকে শনাক্ত করে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর