সোমবার, ২৭ মে, ২০১৯ ০০:০০ টা

তৈরি হচ্ছে বাহারি শাড়ি লুঙ্গি গামছা

ঈদ সামনে রেখে মুখরিত তাঁতপল্লী

সিরাজগঞ্জ প্রতিনিধি

তৈরি হচ্ছে বাহারি শাড়ি লুঙ্গি গামছা

শাড়িতে নকশা করছেন এক নারী -বাংলাদেশ প্রতিদিন

ঈদ সামনে রেখে ব্যস্ত হয়ে উঠেছে সিরাজগঞ্জের তাঁতপল্লী। ভোর থেকে গভীর রাত পর্যন্ত শ্রমিকরা পাওয়ারলুম-হস্তচালিত তাঁতে নিখুঁতভাবে তৈরি করছেন জামদানি, সুতি কাতান, সুতি জামদানি, সিল্ক শাড়ি, সেট, বেনারসি, শেডশাড়ি, হুকের শাড়ি, হাইব্রিড শাড়ি, থ্রি-পিস, মিনার কাটিং, সিল কাটিং, মনিকা শাড়ি ও হরেক রকমের লুঙ্গি ও গামছা।

আবার কাপড়ের ওপর প্রিন্ট এবং রংতুলির আঁচড়ে এবং হাতেও করছেন নান্দনিক ও মনোমুগ্ধকর নকশা। সিরাজগঞ্জের তৈরি শাড়ি-লুঙ্গি-গামছা স্থানীয় চাহিদা মিটিয়ে বিক্রি হচ্ছে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে। তবে প্রতিনিয়ত রং-সুতাসহ উপকরণের দাম বৃদ্ধি পেলেও কাপড়ের দাম না বাড়ায় লোকসানের আশঙ্কায় থাকছেন তাঁতীরা।

সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালী, এনায়েতপুর, শাহজাদপুর, কাজিপুর ও উল্লাপাড়ার তাঁত কারখানাগুলো এখন খটখট শব্দে মুখরিত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর