শিরোনাম
সোমবার, ২৭ মে, ২০১৯ ০০:০০ টা

ঈদের আগেই খালেদা জিয়ার মুক্তি চেয়ে সহস্র সাংবাদিকের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক

ঈদের আগেই খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন সহস্রাধিক সাংবাদিক। বিএসএমএমইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরে বিবৃতিতে স্বাক্ষরকারীরা উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে তারা বলেন, ‘খালেদা জিয়া একজন অসাধারণ ব্যক্তিত্ব, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আপসহীন, অসামান্য  নেত্রী। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি। তাঁর ন্যূনতম মৌলিক মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা জাতি হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য। বন্দী রেখে তাঁকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া অমানবিক, অযৌক্তিক, প্রতিহিংসামূলক এবং অগ্রহণযোগ্য। আমাদের প্রত্যাশা, অনতিবিলম্বে সরকার তাঁকে মুক্তি দিয়ে গণতন্ত্র ও গণমানুষের দাবির প্রতি শ্রদ্ধা জানাবে।’ ‘আমাদের দাবি, আসন্ন ঈদুল ফিতরের আগেই তাঁর বন্দিত্ব অবসানের বিষয়টি নিশ্চিত করা হোক।’ বিবৃতিতে স্বাক্ষরকারী সাংবাদিকরা হলেন- আমানুল্লাহ, রিয়াজ উদ্দিন আহমেদ, আলমগীর মহিউদ্দিন, আবুল আসাদ, আবদুল গফুর, শওকত মাহমুদ, রুহুল আমিন গাজী, রেজোয়ান সিদ্দিকী, এরশাদ মজুমদার, গোলাম তাহাবুর, আল মুজাহিদী, মোবায়েদুর রহমানসহ ১ হাজার ১৭ জন সাংবাদিক।

সর্বশেষ খবর