সোমবার, ২৭ মে, ২০১৯ ০০:০০ টা

কাজাখস্তানে হচ্ছে গ্রামীণের ক্ষুদ্রঋণ

নিজস্ব প্রতিবেদক

শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের ক্ষুদ্রঋণের ধারণা নিয়ে এবার কাজাখস্তানে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে গ্রামীণ কাজাখস্তান। ‘গ্রামীণ আমেরিকা’র মডেলে ও ইউনূস সেন্টারের সঙ্গে যৌথ উদ্যোগে ‘গ্রামীণ কাজাখস্তান’ প্রতিষ্ঠা করা হবে।

এটি হবে ক্ষুদ্রঋণ ব্যাংক যা ব্যাংকিং লাইসেন্সের অধীনে বিশেষ করে নারী ও তরুণদের উদ্যোক্তায় পরিণত করতে আর্থিক সেবা দেবে। খুব শিগগিরই কাজাখ সরকারের একটি প্রতিনিধি দল এ বিষয়ে আলোচনা করতে ঢাকায় আসবে।

ইউনূস সেন্টার গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর