সোমবার, ২৭ মে, ২০১৯ ০০:০০ টা

নগরবাসীর নিরাপত্তায় প্রস্তুত পুলিশ

--- ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

নগরবাসীর নিরাপত্তায় প্রস্তুত পুলিশ

‘আমরা আপনাদের সঙ্গে আছি, আপনাদের পাশে আছি, আপনারা নির্বিঘ্নে ঈদ উদ্্যাপন করুন, উৎসব করুন। যে কোনো অপরাধ প্রতিরোধ করতে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় নিজস্ব পোশাকে ও সাদা পোশাকে পুলিশ নজরদারি রাখছে। ঢাকায় কোনো ছিনতাই, ডাকাতি, রাহাজানি, অজ্ঞান পার্টি থাকতে পারবে না। গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এসব কথা বলেন।

 ডিএমপির তেজগাঁও বিভাগের আয়োজনে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ১৫০০ পিস এবং মিরপুর বিভাগের আয়োজেন শেরেবাংলা স্টেডিয়ামের ৪ নম্বর গেট-সংলগ্ন এলাকায় ২ হাজার পিস ঈদবস্ত্র (শাড়ি, লুঙ্গি ও ছোট বাচ্চাদের পোশাক) বিতরণ করা হয়।

সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘পুলিশ এই সমাজের মানুষ, আপনাদের আপনজন, আপনাদের সন্তান, আপনাদের ভাই। আইন প্রয়োগ, শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্বৃত্তদের দমন করতে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে আমাদের কঠিন হতে হয়। অপরাধীকে সমীহ করলে আইনশৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। তাদের ওপর পুলিশি মেজাজ দেখাতে হয়। আর যিনি ভালো তার প্রতি আমাদের ব্যবহার অনেক ভদ্র। মাথা নিচু করে পুলিশ তার প্রতি সম্মান জানায়।’

ডিএমপি প্রধান বলেন, ‘মাদক ক্যান্সারের চেয়ে ভয়াবহ। এই ঢাকা মহানগরীতে মাদক ব্যবসাকে চিরতরে বন্ধ করব। কেউ যদি মাদকের ব্যবসা করে, মাদক খায় ও মাদকের আখড়া বসায়, তাহলে আমাদের জানাবেন। আপনার পরিচয় গোপন রাখা হবে। পরিবারের কেউ মাদকাসক্ত হলে সেই পরিবার জাহান্নামে পরিণত হয়। মাদক ব্যবসা যে-ই করে পুলিশকে খবর দিন, আমরা তাকে গুঁড়িয়ে দেব। আমরা জঙ্গিবাদকে যেভাবে নিয়ন্ত্রণ করেছি, মাদককেও সেভাবে নিয়ন্ত্রণ করব।’

তিনি বলেন, ‘ঈদ উপলক্ষে মার্কেট, শপিং মল, বাস টর্মিনাল, লঞ্চঘাট ও রেলস্টেশনে অনেক পুলিশ মোতায়েন করেছি। পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে, যাতে করে গভীর রাত পর্যন্ত কেনাকাটা করে নগরবাসী নিরাপদে বাসায় ফিরতে পারেন। ঈদে ঢাকা শহর ফাঁকা হয়ে যাবে। এই ফাঁকা ঢাকা শহরে আমাদের পাহারা থাকবে, বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড থাকবে। আমরাও থাকব। সবাই মিলে একটা নিরাপত্তা বলয় করব। থাকবে নিরাপত্তা চেকপোস্ট, তল্লাশি ও রাস্তায় ব্যারিকেড ব্যবস্থা।’

ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা চাই চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, অজ্ঞান পার্টি এদের আপনারা প্রতিহত করবেন। এদের খবর আমাদের দেবেন, যাতে করে আমরা তাদের গ্রেফতার করে আদালতে বিচারার্থে কাঠগড়ায় দাঁড় করাব। এই ঢাকায় নাগরিকদের নিরাপত্তা বিঘিœত করার দুঃসাহস কেউ দেখালে তার বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।’

সর্বশেষ খবর