মঙ্গলবার, ২৮ মে, ২০১৯ ০০:০০ টা

নতুন নেতা নিয়ে নানা গুঞ্জন

ঈদের পরই চট্টগ্রামে যুবলীগের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নতুন নেতা নিয়ে নানা গুঞ্জন

ঈদের পরই চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলন। তবে দিন-তারিখ এখনো ঠিক না হলেও এ নিয়ে শুরু হয়েছে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে ব্যাপক আলোচনা-গুঞ্জনও। এ সম্মেলন ছাড়াও তিন সাংগঠনিক কমিটির তৎপরতা বৃদ্ধির জন্য নগর, জেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ে চলছে ইফতার পার্টি। তিন সাংগঠনিক কমিটির নেতৃত্বে কারা আসছেন, তা জানা না গেলেও যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগী নেতাদের দিয়েই কমিটি হবে সেই প্রত্যাশা তৃণমূল নেতাদের। বর্তমানে দেশের বিভিন্ন জেলায় যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় রমজানের ঈদের পর চট্টগ্রামের তিন সাংগঠনিক কমিটির সম্মেলন হতে যাচ্ছে বলে কেন্দ্রীয় শীর্ষ নেতাদের সূত্রে নিশ্চিত করা হয়েছে। গতকাল বিকালে যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রাজনীতি হচ্ছে সমঝোতার শিল্প। সমঝোতার মাধ্যমে সবকিছু সম্ভব। দেশের অনেক জেলায় যুবলীগের সম্মেলন হয়েছে খুবই সুন্দরভাবে। পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় সম্মেলন হতে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় চট্টগ্রামে যুবলীগের তিন সাংগঠনিক কমিটির সম্মেলনও অনুষ্ঠিত হবে শিগগিরই। এ সম্মেলনের বিষয়ে সবার সঙ্গে আলোচনা করেই দিন-তারিখ নির্ধারণ করা হবে। শুধু সম্মেলন করলেই হয় না, রাজনীতিতে কর্মসূচি থাকতে হবে। সংগঠন মানে আন্দোলন, আন্দোলন মানেই সংগঠন। আন্দোলন হচ্ছে কর্মসূচির, এ কর্মসূচি প্রণয়ন করতে হবে। এতে সবার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে হবে। তিনি বলেন, সংগঠনের জন্য যোগ্য ও ত্যাগী ব্যক্তিরাই অগ্রাধিকার পাবেন। সম্মেলনে সমঝোতা না হলে সরাসরি কাউন্সিলরদের ভোটে কমিটি করা হবে। এখানে ত্যাগী ও যোগ্যতা বিবেচনায় সাবেক ছাত্রনেতারাও এ কমিটিতে আসতে পারবেন। আওয়ামী যুবলীগ একটি বড় সংগঠন, এ সংগঠনকে আরও শক্তিশালী করতে সবার ঐক্যবদ্ধভাবে একই ছাদের নিচে থেকেই কাজ করতে হবে বলে তিনি জানান। দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের কমিটির মেয়াদোত্তীর্ণ হয়েছে অনেক আগেই। নানা জটিলতায় এসব কমিটি করা হয়নি। ঈদের পর সম্মেলনের আভাস পাওয়ায় তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আলোচনা চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর