মঙ্গলবার, ২৮ মে, ২০১৯ ০০:০০ টা

রাজনীতি নিয়ে মানুষের বিতৃষ্ণা সৃষ্টি হয়েছে

--- জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, রাজনীতির প্রতি সাধারণ মানুষের বিতৃষ্ণা সৃষ্টি হয়েছে। রাজনীতিতে গুণগত পরিবর্তন প্রয়োজন। অনেকেই রাজনীতিকে ব্যবসা মনে করছেন। সাধারণ মানুষ এ ধরনের রাজনীতি  থেকে মুক্তি চায়। মানুষ চায় স্বচ্ছ ও নির্মোহ রাজনীতি। জাপা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। গতকাল রাজধানীর কাকরাইল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাপা আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় পাটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, লে. জে (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, হাজী সাইফুদ্দিন মিলন, জহিরুল আলম রুবেল, আলমগীর সিকদার লোটন, এমরান  হোসেন মিয়া, ইসহাক ভূইয়াসহ  কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাপার কমিটি ঘোষণা : শেখ মাইনুদ্দিন বাবু সভাপতি এবং বাবুল হোসেন মিন্টুকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর জাপার ৫২ ওয়ার্ডে ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। সকালে মুরাদপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি এ কমিটি ঘোষণা করেন।

সর্বশেষ খবর