বুধবার, ২৯ মে, ২০১৯ ০০:০০ টা

সতর্ক থাকুন, ভয় পাবেন না

------ ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

ভীতিকর পরিবেশ সৃষ্টির জন্য পুলিশের গাড়িতে হামলা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ জনগণের নিরাপত্তায় সচেষ্ট রয়েছে, তাই ভয় না পেয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। গতকাল রাজধানীর নিউমার্কেটে ঈদের কেনাকাটা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। মালিবাগে পুলিশের গাড়িতে হামলার বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু বলা যাচ্ছে         না। তবে তদন্ত কাজ এগোচ্ছে। তদন্তে কী উদ্দেশ্যে, কারা, কেন এবং কাদের টার্গেট করে এ হামলা করেছে তা বের করার চেষ্টা করা হচ্ছে। আশা করি দ্রুত এ ঘটনার তদন্ত শেষ হবে। এসব ঘটনার মোটিভ দেখে ধারণা করা হচ্ছে, ভীতিকর পরিবেশ সৃষ্টির জন্য এ হামলা করা হয়েছে। তাই চক্রান্তকারীরা পুলিশের ওপর হামলা করেছে। এর মাধ্যমে চক্রান্তকারীরা বিশেষ ফায়দা নেওয়ার জন্য বসে আছে। ২০১৪ ও ২০১৫ সালে আমরা এ ভীতিকর পরিবেশ দেখেছি। তবে জনগণকে বলব, আপনারা সতর্ক থাকুন। কিন্তু ভয় পাবেন না। পুলিশ আপনাদের নিরাপত্তায় সচেষ্ট রয়েছে। ডিএমপি প্রধান বলেন, বিস্ফোরিত ককটেলের অংশ ল্যাবে পাঠানো হয়েছে। এখন এ বিষয়ে চূড়ান্ত কিছু বলা যাবে না। তবে আমরা জানতে পেরেছি, এটি সাধারণ ককটেলের চাইতে অনেক শক্তিশালী। আমরা চেষ্টা করছি নগরবাসী যেন নিরাপদে ঈদের কেনাকাটা ও ঈদ উৎসব পালন করতে পারেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর