বুধবার, ২৯ মে, ২০১৯ ০০:০০ টা
সংরক্ষিত নারী আসন

বিএনপির রুমিন ফারহানাকে নির্বাচিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বিএনপি’র একমাত্র প্রার্থী রুমিন ফারহানাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। গতকাল বিকাল ৫টার পর এ ঘোষণা  দেন রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম-সচিব মো. আবুল কাসেম। তিনি বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল মঙ্গলবার, বিকাল ৫টা পর্যন্ত রুমিন ফারহানা তার মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তাই তাকে  বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছি।     

এখন আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করা হবে। আজ এ সংক্রান্ত নথি কমিশনে উপস্থাপন করা হবে। দুয়েকদিনের মধ্যে গেজেট প্রকাশ করা হবে। এরপরই সংসদ সদস্য হিসেবে শপথ আয়োজনের জন্য সংসদ সচিবালয়ে চিঠি পাঠাবে ইসি সচিবালয়।

চলতি সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৯টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আগেই। এর মধ্যে আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির ৪ জন, ওয়ার্কার্স পার্টির ১ জন ও স্বতন্ত্র ১ জন রয়েছেন।

সর্বশেষ খবর