বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯ ০০:০০ টা

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় খুলনার মেয়র, উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেককে আবারও প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে তিনি ১৯৯৬ সালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে মেয়র থাকাকালীনও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ছিলেন তালুকদার খালেক। খুলনা সিটি করপোরেশনের মেয়রকে প্রতিমন্ত্রী ঘোষণা করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নগরবাসী। এই ঘোষণার মধ্য দিয়ে খুলনাবাসীর মর্যাদা বেড়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক নেতারা।  বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ-উজ্জামান বলেন, খুলনা সিটি মেয়রকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়ায় নগরবাসীর মর্যাদা বেড়েছে। পাশাপাশি তাকে ঘিরে নাগরিক সংকট নিরসনের প্রত্যাশাও বেড়েছে। এদিকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়ায় তালুকদার আবদুল খালেককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে খুলনা সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা ও এমপ্লয়িজ ইউনিয়ন, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে), খালিশপুর সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি, মহানগর শ্রমিক লীগ, বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগরসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়ন সংগঠন।

সর্বশেষ খবর