বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯ ০০:০০ টা

পাঁচ মাসে ২৩৩ শিশু ধর্ষণের শিকার

নিজস্ব প্রতিবেদক

এ বছর জানুয়ারি থেকে ২৫ মে পর্যন্ত সারা দেশে ২৩৩ শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ছাড়াও একটি ছেলে শিশুসহ ৩২ শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এর মধ্যে মারা গেছে একটি শিশু। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় মানুষের জন্য ফাউন্ডেশন। সংবাদ সম্মেলনে বলা হয়, সাত শিশুকে ধর্ষণের পর হত্যা এবং একজনকে ধর্ষণ চেষ্টার পর হত্যা করা হয়েছে। আর দুটি শিশু ধর্ষণের শিকার হওয়ার পর আত্মহত্যা করেছে। ২০১৮ সালে ৩৫৬ শিশু ধর্ষণের শিকার হয়। ধর্ষণের শিকার হয়ে নিহত হয়েছে ২২ শিশু।

গত বছর ৫৩ শিশুকে ধর্ষণের  চেষ্টা করা হয়েছে।

বক্তারা বলেন, শিশু ধর্ষণের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। শুধু মেয়ে শিশু নয়, ছেলে শিশুও যৌন হয়রানির শিকার হচ্ছে। শিশুরা কোনো জায়গাতে নিরাপদ নয়।

সংবাদ সম্মেলনে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শীপা হাফিজা, অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সেলিনা হোসেন, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর