শুক্রবার, ৩১ মে, ২০১৯ ০০:০০ টা

শ্রমিকের দক্ষতা ও যন্ত্রের সঠিক ব্যবহারে উৎপাদন বাড়াতে হবে : প্রফেসর সেলিম

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন বলেছেন, জাপান, চীন, থাইল্যাল্ডসহ বিভিন্ন উন্নত ও উন্নয়নশীল দেশের উৎপাদন পদ্ধতি, শ্রমিক-মালিক সুসম্পর্ক, প্রশাসনিক ব্যবস্থাপনা, শ্রমিকের দক্ষতা এবং যন্ত্রশক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে আমাদের দেশেও সর্বোচ্চ উৎপাদন বাড়াতে হবে। দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর চট্টগ্রাম আঞ্চলিক কমিটি (সিআরসি) চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে আইসিএবি-চট্টগ্রাম অফিসে ‘ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টিভিটি অ্যান্ড ইফিশিয়েন্সি অব ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ : বাংলাদেশ পারস্পেকটিভ’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে কীভাবে উৎপাদনের ক্ষেত্রে সর্বোচ্চ ফল আনা যায়, তা সেমিনারে তুলে ধরেন তিনি। ড. সেলিম সেশন পরিচালনা করতে গিয়ে দেশ-বিদেশের নামকরা বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন পলিসি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি উদাহরণ হিসাবে জাপান, চীন, থাইল্যাল্ডসহ বিভিন্ন উন্নত ও উন্নয়নশীল দেশের উৎপাদন পদ্ধতি, শ্রমিক-মালিক সুসম্পর্ক, প্রশাসনিক ব্যবস্থাপনা, শ্রমিকের দক্ষতা এবং যন্ত্রশক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে কীভাবে উৎপাদনের ক্ষেত্রে সর্বোচ্চ ফল আনা যায়, তা তুলে ধরেন। এ ছাড়া তিনি দেশ-বিদেশে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি পরিদর্শন করে লব্ধ অভিজ্ঞতা অংশগ্রহণকারীদের মধ্যে তুলে ধরেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর