শুক্রবার, ৩১ মে, ২০১৯ ০০:০০ টা

পারসোনা ফারজানা শাকিল্স ৩৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

আমদানিকারকের স্টিকার ছাড়াই বিশ্বের নামিদামি বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস ব্যবহার করার অভিযোগে পারসোনা বিউটি পারলার ও ফারজানা শাকিল্স মেকওয়ার সেলুনকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ধানমন্ডি ও গুলশান-১ এ পৃথক অভিযানে এসব জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং র‌্যাব-১ এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেয়াদোত্তীর্ণ ও নকল বিপুল পরিমাণ প্রসাধনী জব্দ করা হয়।  ধানমন্ডি ২৭-এ অভিযানকালে সেখানে অবস্থিত পারসোনা বিউটি পারলারকে ৩ লাখ টাকা এবং পারসোনা এডামস পারলারকে ৩ লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সংস্থাটির উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, সহকারী পরিচালক আবদুল জব্বার ম ল ও আফরোজা রহমান অভিযান পরিচালনা করেন। মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, পারলারগুলোতে আমরা অনেক কসমেটিকস পেয়েছি। যেগুলোর আমদানিকারকের কোনো স্টিকার নেই   এবং কোন দেশের তৈরি তাও নেই। আমরা আগেও বার বার বলেছি      তাদের যে পণ্য আমদানি করা, সেগুলোতে আমদানিকারকের স্টিকার থাকতে হবে। পারসোনার  মতো একটি প্রতিষ্ঠানের প্রতি মানুষের অনেক বিশ্বাস রয়েছে। তাদের গত বছর একই অভিযোগে জরিমানা করা হয়েছিল। জানা যায়, গত বছরের ১২ জুন বিদেশি পণ্য বলে রূপসজ্জায় নকল ও ভেজাল প্রসাধনী ব্যবহারের অভিযোগে পারসোনাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে পারসোনা উইমেনকে আড়াই লাখ এবং পারসোনা ম্যানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এদিকে মেয়াদোত্তীর্ণ ও নকল প্রসাধনী সামগ্রী ব্যবহার করায় গুলশানের পারসোনা ও ফারজানা শাকিল্স বিউটি পারলারকে মোট ৩০ লাখ টাকা জরিমানা করে র‌্যাব-১ এবং বিএসটিআইর যৌথ ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।  বিকালে গুলশান-১ এ ফারজানা শাকিল্স মেকওয়ার সেলুন ও পারসোনায় অভিযানে গিয়ে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ ও নকল কসমেটিকস পণ্য জব্দ করা হয়। এসব বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১৫ লাখ করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, পারসোনার গুলশান-১ শোরুমে যে কসমেটিকসে হাত দিই সেটারই মেয়াদোত্তীর্ণ। মেকআপ আইটেমেও নেই মেয়াদ। এ ছাড়া হুবহু নামের নকল আইটেম থরে থরে সাজিয়ে রাখা হয়েছে। দামেও বিল করার সময় ক্রেতার সঙ্গে করা হচ্ছিল কারসাজি। বলতে গেলে পারসোনার শতভাগ কসমেটিকস ও মেকআপ আইটেম নকল এবং মেয়াদোত্তীর্ণ। ফারজানা শাকিল্স মেকওয়ার সেলুনেও প্রায় ৮০ শতাংশ নকল ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস পাওয়া গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর