শুক্রবার, ৩১ মে, ২০১৯ ০০:০০ টা

ঢাকা ব্যাংকের দুই কর্মকর্তার ১৪ বছর করে জেল

ডাচ-বাংলা ব্যাংকের সাবেক এভিপির বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ভুয়া কাগজপত্রের মাধ্যমে ঋণ নিয়ে পৌনে ৩ কোটি টাকা আত্মসাতের দায়ে পৃথক দুটি মামলায় ঢাকা ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাকে ১৪ বছর করে কারাদ-  এবং ২ কোটি টাকা করে অর্থদ-  দেওয়া হয়েছে। একই সঙ্গে মামলার আসামি বরিশালের অন্য তিন বিশিষ্ট ব্যবসায়ীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দুর্নীতি দমন আইনে দায়ের করা মামলায় বরিশালের বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মহসিনুল হক বৃহস্পতিবার বিকালে এ রায় দেন। দ-িত দুই সাবেক ব্যাংক কর্মকর্তা ঢাকা ব্যাংকের বরিশাল শাখার সাবেক ব্যবস্থাপক কে এইচ এন আসাদুজ্জামান ও সাবেক সিনিয়র কর্মকর্তা মো. হুমায়ুন কবীর রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন। মামলা দায়েরের পর থেকে এ দুই কর্মকর্তা পলাতক। বেঞ্চ সহকারী হারুন অর রশিদ জানান, ২০১০ সালের ১৬ মে থেকে ২০১৩ সালের ৮ জুলাই পর্যন্ত ভুয়া ওয়ার্কঅর্ডার, জাল গ্যারান্টিপত্র, জাল অ্যাসেসমেন্ট ব্যবহার করে ঢাকা ব্যাংকের বরিশাল শাখা থেকে ৩ কোটি ২৫ লাখ টাকার ঋণ উত্তোলন করা হয়।

এদিকে অর্থ আত্মসাতের অভিযোগে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের চাকরিচ্যুত সহকারী ভাইস প্রেসিডেন্ট জাকির  হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। গতকাল রাজধানীর মতিঝিল থানায় দুদক এ মামলা করে বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন। মামলার বাদী দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন। জানা গেছে, ব্যাংকের ঢাকা লোকাল অফিসে সঞ্চয়পত্রের অসমন্বিত অবস্থার সুযোগে ভুয়া ভাউচার বা রেফারেন্স নম্বর ব্যবহার করে আসামি ১ কোটি ১ লাখ ২২ হাজার ২৩০ টাকা নিজের হিসাবে স্থানান্তর করেন। পরে অর্থের উৎস গোপন করতে একটি স্টাফ সঞ্চয়ী হিসাবে ৯ লাখ ২০ হাজার ২৩০ টাকা জমা করেন এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে বাকি ৯২ লাখ টাকা মূল্যের পাঁচটি মেয়াদি আমানত হিসাব খুলে ও পরে অল্প সময়ের ব্যবধানে আমানতগুলো নগদায়ন করে স্টাফ সঞ্চয়ী হিসাবে জমা করেন। ছোট ছোট পরিমাণে ওই টাকা তুলে তিনি আত্মসাৎ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর