শুক্রবার, ৩১ মে, ২০১৯ ০০:০০ টা

শাহজালালে ২৪টি বিরল প্রজাতির পাখি জব্দ

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪টি বিরল প্রজাতির বিদেশি পাখি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। গতকাল বিকাল ৬টার দিকে কাতার থেকে আসা একটি ফ্লাইটে এসব পাখি আসে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম জানান, ওই ফ্লাইটের লাগেজ নামানোর পরই বিমান কার্গো  হোলড থেকে ৮টি পাখির খাঁচা বের করে আনা হয়। এয়ারওয়েবিল অনুযায়ী পাখিগুলো স্মার্ট ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান নিয়ে আসে বলে জানা যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর