শুক্রবার, ৩১ মে, ২০১৯ ০০:০০ টা

সেমিনার অনুষ্ঠিত

সেমিনার অনুষ্ঠিত

দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর চট্টগ্রাম আঞ্চলিক কমিটি (সিআরসি)-এর উদ্যোগে গত ২৫ মে বিকাল ৪টায় আইসিএবি, চট্টগ্রাম অফিসের কনফারেন্স হলে ‘ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকটিভিটি অ্যান্ড ইফিশিয়েন্সি অব ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ : বাংলাদেশ পারস্পেকটিভ’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সেশন চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ। ড. সেলিম সেশন পরিচালনা করতে গিয়ে দেশ-বিদেশের নামকরা বিভিন্œ উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন পলিসি নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি উদাহরণ হিসেবে জাপান, চীন, থাইল্যাল্ডসহ বিভিন্ন উন্নত ও উন্নয়নশীল দেশের উৎপাদন পদ্ধতি, শ্রমিক-মালিক সুসম্পর্ক, প্রশাসনিক ব্যবস্থাপনা, শ্রমিকের দক্ষতা ও যন্ত্রশক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে কীভাবে উৎপাদনের ক্ষেত্রে সর্বোচ্চ ফল আনা যায় তা তুলে ধরেন। বিজ্ঞপ্তি

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর