শনিবার, ১ জুন, ২০১৯ ০০:০০ টা

ওমেন্স ওয়ার্ল্ড আলভিরাস উইমেন্স বিউটি পারলারকে ১৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

মেয়াদোত্তীর্ণ ও নকল প্রসাধনী ব্যবহার করার অভিযোগে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ওমেন্স ওয়ার্ল্ড ও আলভিরাস উইমেন্স বিউটি   পারলারকে মোট ১৬ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকালে বিএসটিআইয়ের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন জানান, ধানমন্ডির-২৭ নম্বরে বিউটি পারলার ওমেন্স ওয়ার্ল্ডের শাখায় অভিযান চালানো হয়। বিউটি পারলারটি থেকে দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানির  

বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কসমেটিকস জব্দ করা হয়। জব্দ করা কসমেটিকস পণ্যের মধ্যে অধিকাংশের মেয়াদ শেষ হয়েছে ২০১৬ সালেই। অথচ ওই মেয়াদোত্তীর্ণ কসমেটিকসই পারলারে ব্যবহার করা হচ্ছিল। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। একই এলাকার আলভিরাস উইমেন্স বিউটি পারলার গিয়ে দেখা যায়- অনুমোদন নেই এমন পণ্য সাজিয়ে রাখা আছে সেখানে। ২০১৭ ও ২০১৮ সালে মেয়াদ শেষ হয়েছে এমন কসমেটিকসে ভরা পারলারটি। এসব কারণে আলভিরাস উইমেন্স বিউটি পারলারকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ খবর