রবিবার, ২ জুন, ২০১৯ ০০:০০ টা

ঈদযাত্রার শুরুতেই মানুষের চরম দুর্ভোগ : রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ঈদযাত্রার শুরুতেই যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। তিনি বলেন, লঞ্চযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। বাসযাত্রীদের কাছ থেকেও আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। অথচ মন্ত্রী-এমপিরা বলছেন, এবারের ঈদযাত্রা নাকি সবচেয়ে ভালো ও স্বস্তিদায়ক। কথায় আছে- কয়লা ধুলেও ময়লা যায় না, সরকারদলীয় নেতাদের অবস্থাও তাই। শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী আহমেদ এ অভিযোগ করেন। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ড. শাহিদা রফিক, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। রিজভী আহমেদ বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন- ‘এবারের ঈদে যাত্রীদের দুর্ভোগ হবে না। সড়ক-মহাসড়কের অবস্থা ভালো, তবে সড়কে শৃঙ্খলা নেই। তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে বর্তমানে সড়কের অবস্থা সবচেয়ে ভালো। ওবায়দুল কাদেরের এ বক্তব্যকে জনগণের সঙ্গে চরম রসিকতা আখ্যা দিয়ে রিজভী আহমেদ বলেন, সড়ক ব্যবস্থা এতটাই ভালো যে, শুধু ঢাকার অদূরে গাজীপুর যেতে সময় লাগে কমপক্ষে চার থেকে পাঁচ ঘণ্টা। উত্তরাঞ্চলের অবস্থা আরও নাজুক। ঢাকা থেকে টাঙ্গাইল হয়ে উত্তরের জেলাগুলোর যোগাযোগ ব্যবস্থা এতই খারাপ যে, উত্তরাঞ্চলের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দীর্ঘদিন ধরে। ঢাকা-সিলেট মহাসড়ক, ঢাকা-খুলনা মহাসড়ক, ঢাকা-কুষ্টিয়াসহ দেশের সব সড়ক-মহাসড়কে বেহাল অবস্থা বিরাজ করছে। সড়কের বেহাল দশার কারণে ঈদে ঘরমুখী মানুষ ঝুঁকছে ট্রেনের দিকে। অথচ শুরুর দিনেই ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। সকালের ট্রেন বিকালেও যাত্রা করতে পারে না। রেলমন্ত্রী এ জন্য জাতির কাছে দুঃখ প্রকাশও করেছেন।

গণতন্ত্র উদ্ধারে নেতা-কর্মীরা প্রস্তুত হচ্ছেন : রিজভী আহমেদ জানিয়েছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বিএনপির সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকরা প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন,  বিএনপি প্রধান বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারাবন্দী করে রাখা হয়েছে। এই পবিত্র রমজানে চরম অসুস্থ অবস্থায় প্রিজন সেলে দিনাতিপাত করছেন তিনি। সম্পূর্ণরূপে জুলুম করে খালেদা জিয়াকে কারাবন্দী করা হলেও দেশের মানুষের প্রত্যাশা ছিল- মিডনাইট ভোটের সরকার নেত্রীকে ঈদের আগেই মুক্তি দেবে। বিএনপির এই মুখপাত্র বলেন, আওয়ামী লীগ অত্যন্ত সচেতন ও সুচতুরভাবে নীলনকশা অনুযায়ী বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। তারা লাখ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, গ্রেফতার করেছে, খুন করেছে, অনেককে গুম করে দিয়েছে। আমাদের রাজনৈতিক কর্মকান্ডে  বাধা দিচ্ছে। আইন-আদালতকে কুক্ষিগত করে জামিন ও মামলার রায়ে প্রভাব বিস্তার করছে।

সর্বশেষ খবর