রবিবার, ২ জুন, ২০১৯ ০০:০০ টা

ক্রেতা ঠকানোর অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মূল্য তালিকা ও আমদানি করা কাপড়ের বৈধ কাগজপত্র না থাকাসহ ক্রেতা ঠকানোর দায়ে বরিশালে চারটি তৈরি পোশাকের দোকান থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া তাদের সতর্ক করে দেওয়া হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি ভৌমিকের নেতৃত্বে গতকাল দুপুরে নগরীর চকবাজার ও হেমায়েত উদ্দিন রোডে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে হেমায়েত উদ্দিন রোডের নেক্সট্ প্লাস পোশাকের দোকানে একটি ড্রেসে ‘একদর’ লেখা ছিল ৩ হাজার ৫০ টাকা। কিন্তু এ পোশাকটি কোথা থেকে কত টাকায় পাইকারি কেনা হয়েছে তার মেমো দেখাতে পারেননি দোকানি। পরে জিজ্ঞাসাবাদে ভ্রাম্যমাণ আদালত নিশ্চিত হয় যে, বিক্রেতা ওই পোশাকটি বিক্রি করে ৫৪ ভাগ মুনাফা করেছেন ক্রেতার কাছ থেকে। এজন্য নেক্সট্ প্লাসের ম্যানেজার রতন চৌধুরীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অধিক মূল্যে বিক্রি ও আমদানি করা কাপড়ের কাগজপত্র না থাকায় স্মার্ট ফ্যাশনের ম্যানেজার মো. মিজানুর রহমানকে ৫ হাজার, বৈশাখী পোশাক বিতানের ম্যানেজার মো. নুরুজ্জামানকে ১০ হাজার ও পিটার ইংল্যান্ডের ম্যানেজার মো. আবদুল কাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

সর্বশেষ খবর