রবিবার, ২ জুন, ২০১৯ ০০:০০ টা

ঈদের আগেই খালেদা জিয়ার মুক্তি চায় শত নাগরিক কমিটি

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ‘উদ্বিগ্ন’ শত নাগরিক কমিটি। আসন্ন ঈদুল ফিতরের আগেই বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি চান সংগঠনটির নেতারা।

গতকাল শত নাগরিক কমিটির দফতর শাখার মুখপাত্র জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো শত নাগরিক কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই নানা অসুখে ভুগছিলেন। অসুস্থ অবস্থায়ই এক বছরের বেশি সময় ধরে দেশের জনপ্রিয় এই নেত্রীকে রাজনৈতিক উদ্দশ্যেপ্রণোদিত মামলায় কারাদন্ড দিয়ে নাজিমউদ্দীন রোডের জনমানবহীন পরিত্যক্ত কারাগারে এক অস্বাস্থ্যকর স্যাঁতসেঁতে কক্ষে আটকে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার দুই হাত ও কাঁধের ব্যথা মারাত্মক পর্যায়ে। তার ডায়াবেটিসও বিপজ্জনক মাত্রায় রয়েছে। মুখের  ভিতর সৃষ্টি হয়েছে ক্ষত। তার স্বাস্থ্যের এতই অবনতি হয়েছে যে, তিনি স্বাভাবিকভাবে খাবারও গ্রহণ করতে পারছেন না। সরকারি নিষ্ঠুরতার ক্ষমাহীন ঔদাসীন্যে আরও নানান অসুখে আক্রান্ত  বেগম খালেদা জিয়া একপর্যায়ে নিজেই নিজের স্বাস্থ্যের অবনতির কথা আদালতকে জানাতে বাধ্য হন। সরকার গঠিত মেডিকেল বোর্ডও তার ‘কার্পল টানেল সনিড্রোমের’ কথা উল্লেখ করে। আশা করি, সরকার শুভবুদ্ধির পরিচয় দিয়ে বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেবেন। বিবৃতিতে স্বাক্ষর করেন অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ (আহ্বায়ক), বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, মো. আসাফউদ্দৌলা, ডা. জাফরুল্লাহ চৌধুরী, ড. মাহবুব উল্লাহ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব  হোসেন, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, শওকত মাহমুদ, রুহুল আমিন গাজী, আবদুল হাই শিকদার (সদস্য সচিব), ড. খন্দকার মুশতাহিদুর রহমান, ড. রেজোয়ান সিদ্দিকী, ড. সদরুল আমিন, প্রফেসর আবদুর রহমান সিদ্দিকী, ড. তাজমেরী এস এ ইসলাম, ড. মোসলেহ উদ্দীন তারেক, গাজী মাযহারুল আনোয়ার, আলমগীর মহিউদ্দিন, এরশাদ মজুমদার প্রমুখ।

সর্বশেষ খবর