রবিবার, ২ জুন, ২০১৯ ০০:০০ টা
ঈদ যাত্রা

বিআরটিসির ৭০টি বাস থাকছে গার্মেন্ট শ্রমিকদের জন্য

প্রতিদিন ডেস্ক

পোশাক শ্রমিকদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুর থেকে বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে বিআরটিসি। পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর অনুরোধে প্রথমবারের মতো এই ব্যবস্থা করা হচ্ছে। বিজিএমইএর সভাপতি রুবানা হক গতকাল রাতে গণমাধ্যমকে জানান, ঈদে শ্রমিকদের বাড়ি ফেরার জন্য বাস, ট্রেন ও লঞ্চে বিশেষ ব্যবস্থা করতে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছিলেন। তবে প্রথমবারের মতো সড়ক পথে বাসের ব্যবস্থা করেছে বিআরটিসি। আগামী ৩ ও ৪ জুন গাজীপুরের চৌরাস্তা থেকে ৭০টি আর্টিকুলেটেড বাস দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে। উল্লেখ্য, ৬০ থেকে ৭০টি বাসে করে সর্বোচ্চ সাড়ে তিন হাজার শ্রমিক বাড়ি ফিরতে পারবেন। কিন্তু গাজীপুরে শ্রমিকের সংখ্যা ২০ লাখ থেকে ২৫ লাখ।

সর্বশেষ খবর