রবিবার, ২ জুন, ২০১৯ ০০:০০ টা

গুরুতর অসুস্থ নাট্যকার মমতাজউদদীন আহমদ

প্রতিদিন ডেস্ক

প্রখ্যাত নাট্যকার মমতাজউদদীন আহমদকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এ্যাপোলো হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা ‘খুব ভালো নয়’ বলে জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি  গোলাম কুদ্দুছ। গতকাল রাতে তিনি গণমাধ্যমকে জানান, মমতাজউদদীন কিছুদিন ধরে শারীরিক নানা জটিলতা নিয়ে এ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা বলছেন, তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। উল্লেখ্য, ১৯৩৫ সালে ১৮ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের  ভোলাহাট উপজেলার হাবিবপুর থানার আইহো গ্রামে জন্মগ্রহণ করেন মমতাজউদ্দীন। নাট্যচর্চায় অবদানের জন্য তিনি একুশে পদক পান ১৯৯৭ সালে। এ ছাড়াও তিনি বাংলা একাডেমি পুরস্কার, শিশু একাডেমি পুরস্কার, আলাউল সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন।

সর্বশেষ খবর