সোমবার, ৩ জুন, ২০১৯ ০০:০০ টা

সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাকাটা

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাকাটা

সিলেটে শেষ মুহূর্তে প্রসাধনীর দোকানে ভিড় -বাংলাদেশ প্রতিদিন

ঈদ বুধবার না বৃহস্পতিবার, তা কাল মঙ্গলবার জানা যাবে। তবে সেদিকে এখন চোখ নেই সিলেটের মানুষের। ঈদের জন্য শেষ মুহূর্তের কেনাকাটা নিয়েই এখন ব্যস্ত তারা। সিলেটে সকাল থেকে গভীর রাত অবধি চলছে কেনাকাটার ধুম। ঈদবাজারের কেনাকাটায় একাকার হয়ে পড়েছে রাতদিন। ব্যবসা জমজমাট হওয়ায় ব্যবসায়ীরাও খুশি। ঈদের বাজারে পুরোদমে ভিড় শুরু হয়েছে ১৫ রমজানের পর থেকে। তবে      মধ্য রমজানে এসে ঈদের বাজারে যে ভিড় শুরু হয়, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা ক্রমেই উপচে পড়া ভিড়ে পরিণত হয়েছে। বিশেষ করে ২০ রমজানের পর থেকে বেলা ১১টার দিকে সিলেট নগরীর বিপণিবিতানগুলোতে ক্রেতাদের আনাগোনা শুরু হয়। এরপর রাত প্রায় আড়াইটা পর্যন্ত বেচাকেনায় সরগরম থাকে সিলেট নগরী। নগরীর আল হামলা শপিং সিটি, ব্ল-ওয়াটার শপিং সিটি, সিলেট প্লাজা, শুকরিয়া মার্কেট, ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি এবং ‘ফ্যাশন হাউস পাড়া’ হিসেবে পরিচিত নয়াসড়ক ও কুমারপাড়া এলাকা ঘুরে দেখা গেছে, সন্ধ্যার পর থেকে ক্রেতাদের ভিড় ক্রমেই বাড়তে থাকে। প্রায় প্রতিটি বিপণিবিতান ও ফ্যাশন হাউসে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে গেল কয়েক দিন। প্রায় প্রতিটি বিপণিবিতানকে সাজানো হয়েছে আলোকবাতিতে। প্রতিটি বিপণিবিতানের প্রবেশ পথে বসানো হয়েছে দৃষ্টিনন্দন তোরণ। এদিকে পছন্দের পোশাক কেনা শেষে শিশু-কিশোর, তরুণ-তরুণীরা এখন জুতা আর গয়না কেনার দোকানে ছুটছেন। পোশাকের সঙ্গে মিলিয়ে চলছে জুতা ও গয়না কেনা। জিন্দাবাজারে গয়না কিনতে আসা সাবরিনা মিম ও তাসফিয়া খন্দকার বলেন, ‘পছন্দের পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে গয়না কিনেছি। ম্যাচিং করে জুতাও কেনা হয়েছে। এদিকে বয়স্ক ব্যক্তিদের নতুন জায়নামাজ, তসবিহ, টুপি ও আতর কিনতে দেখা গেছে। নগরীর কুদরত উল্লাহ মার্কেটে আসা দবির আলী নামের এক বৃদ্ধ বলেন, ‘এ মার্কেটে ভালো মানের জায়নামাজ, টুপি, আতর পাওয়া যায়। প্রতি বছরই চেষ্টা করি নতুন জায়নামাজ, টুপি, তসবিহ কেনার।’ এদিকে সিলেটের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউস মাহার স্বত্বাধিকারী মাহি উদ্দিন আহমদ সেলিম বলেন, ‘আমরা যে প্রত্যাশা নিয়ে ঈদকেন্দ্রিক ব্যবসা শুরু করেছিলাম, তা পূরণ হয়েছে।

 এবার প্রবাসীরা না থাকলেও ব্যবসায় কোনো মন্দাভাব বিরাজ করেনি।’

সর্বশেষ খবর