সোমবার, ৩ জুন, ২০১৯ ০০:০০ টা
চট্টগ্রামে মুহুরি খুন

নানা প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে খুন হওয়া ১৭ মামলার আসামি অমিত মুহুরী খুনের সমীকরণ মেলাতে নানা প্রশ্নের উত্তরের খোঁজে রয়েছে পুলিশ। এ খুনের আসল রহস্য খুঁজে পেতে এরই মধ্যে বিভিন্ন জনের সঙ্গে কথাও বলেছেন। পেয়েছেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এছাড়া অমিত মুহুরীর পরিবারের করা সুপরিকল্পিত খুনের অভিযোগটিও গুরুত্বের সহকারে নিয়েছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আজিজ আহমেদ বলেন, ‘এ মামলায় সব বিষয় চিন্তা করে তদন্ত করা হচ্ছে। বিভিন্ন জনের সঙ্গে কথা বলে নানা অ্যাঙ্গেল পাচ্ছি। সব অ্যাঙ্গেল মাথায় রেখে কাজ করছি।’ মামলার    তদন্ত সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, চট্টগ্রামের অন্যতম দুর্ধর্ষ সন্ত্রাসী অমিত মুহুরী খুনের তদন্তে বিভিন্ন দিক থেকে চিন্তা করে মামলার তদন্ত করা হচ্ছে। এরই মধ্যে কারাগারের কর্মকর্তা, কারারক্ষী, কারাবন্দী এবং চিকিৎসকের সঙ্গে কথা বলেছে তদন্ত সংশ্লিষ্টরা। তাদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। এছাড়া এ খুনের সমীকরণ মেলাতে নানা প্রশ্নের উত্তরের খুঁজে রয়েছে তদন্ত দল। এর মধ্যে রয়েছে কারাগারের ওয়ার্ড এবং সেলের মতো সুরক্ষিত এলাকায় কিভাবে ইট গেল, কেন খুনের অভিযুক্ত রিপন নাথের ওয়ার্ড এবং সেল পরিবর্তন করা হয়েছে, অমিত এবং রিপনের জন্য বরাদ্দকৃত কম্বল কোথায় গেল, কি কারণে সেল ও ওয়ার্ড রেজিস্টারে ভুল তথ্য উপস্থাপন করা হলো, এ খুনের পেছনে কোনো হোতা রয়েছে কি না, খুনের জন্য কেউ অর্থ যোগান দিয়েছে কি না এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। পুলিশের দাবি এসব প্রশ্নের উত্তরের মধ্যেই রয়েছে অমিত খুনের সমীকরণ। এদিকে, দেশের বাইরে থাকা অমিত মুহুরীর ছোট ভাই অনিক মুহুরীর একটি ফেসবুক ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ওই ভিডিওতে অমিত মুহুরী খুনের জন্য প্রভাবশালী এক নেতার প্রতি ইঙ্গিত করেছেন। ওই ভিডিওতে অনিক বলেন, ‘ছয়-সাতজন মিলে পুরো প্ল্যান করে আমার দাদাকে মারা হয়েছে।’ অমিতের ছোট ভাইয়ের অভিযোগের বিষয়ে তদন্ত কর্মকর্তা আজিজ আহমেদ বলেন, ‘অমিতের পরিবারের করা অভিযোগটিও আমাদের মাথায় আছে। এ ঘটনার নেপথ্যে যদি কেউ থেকে থাকেন, তদন্তে তাকেও খুঁজে বের করা হবে।’ প্রসঙ্গত, বুধবার রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে খুন হন রেলের দরপত্র নিয়ে জোড়া খুনসহ ১৭টি মামলার আসামি অমিত মুহুরী। এ ঘটনায় কারাগারের জেলার নাশির আহমেদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। যাতে আসামি করা হয় রিপন নাথকে। মামলাটি বর্তমানে তদন্ত করছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। নিহত অমিত মুহুরীর বিরুদ্ধে হত্যা, পুলিশের ওপর হামলার অসংখ্য অভিযোগ রয়েছে। ২০১৭ সালে ঘনিষ্ট বন্ধু ইমরানুল করিম ইমনকে খুন করে গ্রেফতার হন অমিত। তারপর থেকেই অমিত কারাগারে।

সর্বশেষ খবর