সোমবার, ৩ জুন, ২০১৯ ০০:০০ টা

মর্যাদা না পেয়ে ক্ষুব্ধ রংপুর মেয়র

নিজস্ব প্রতিবেদক, রংপুর

প্রতিমন্ত্রীর মর্যাদা না পেয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেছেন, ‘রংপুরবাসীর সঙ্গে বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে। বিভাগীয় নগরী ও সিটি করপোরেশন হিসেবে রংপুরবাসীর মেয়রকে অনেক আগেই প্রাপ্য মর্যাদা দেওয়ার কথা ছিল। কিন্তু তা করা হয়নি। এটা দুঃখজনক।’ রবিবার বিকালে রংপুর আয়োজিত একটি ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রসিক মেয়র এসব       কথা বলেন। রংপুরের মানুষকে বরাবরই অবহেলার নজরে দেখা হয়েছে দাবি করে মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘কয়েক মাস আগে যারা মেয়র নির্বাচিত হয়েছেন, তাদের মন্ত্রী-প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হলো। অথচ সবকিছু বিবেচনায় রাখলে রংপুর সিটি করপোরেশনের মেয়ররই এ মর্যাদা পাবেন। রংপুরের প্রতি অবহেলা মেনে নেওয়ার মতো নয়।’ উল্লেখ্য, গত ২৮ মে রাষ্ট্রপতির আদেশক্রমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামকে মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। আর প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান (লিটন) ও খুলনা সিটি করপোরেশনের (খুসিক) মেয়র তালুকদার আবদুল খালেককে। দেশের মোট ১২টি সিটি করপোরেশনের মেয়র পদমর্যাদা চেয়ে স্থানীয় সরকার বিভাগে আবেদন করেন। ইতিপূর্বে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনকে মন্ত্রী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সেলিনা হায়াৎ আইভীকে উপমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। তবে চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, রংপুর, গাজীপুর, সিলেট ও ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়রদের এখনো কোনো মর্যাদা দেওয়া হয়নি।

সর্বশেষ খবর